মালাইকার জামাকাপড় বেচে দিল ছেলে আরহান, হোয়াটসঅ্যাপে মাদার্স ডে-তে কী লিখলেন অভিনেত্রী | Malaika Arora Son Arhaan Khan sold her cloth what actress said on Mothers Day - Bengali Oneindia
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালাইকার জামাকাপড় বেচে দিল ছেলে আরহান, হোয়াটসঅ্যাপে মাদার্স ডে-তে কী লিখলেন অভিনেত্রী

Google Oneindia Bengali News

গতকালই গিয়েছে মাদার্স ডে। বিশ্ব জুড়ি উদযাপিত হয়ে এই দিনটি। একাধিক বলি তারকা এই দিনটি উদযাপন করেছেন। কিন্তু মালাইকা অরোরার কাছে দিনটি ছিল একটু অন্যরকম। তাঁর ছেলে আরহান হোয়াটস অ্যাপে জানিয়েছিল সে মায়ের জামা কাপড় বিক্রি করে দিয়েছে।

ছেলের কাছ থেকে খবরটি পাওয়ার পর বিন্দুমাত্র বিচলিত হননি মালাইকা। উল্টে ছেলেকে তিনি পাল্টা মেসেজে লিখেছেন সেই টাকা দিয়ে তাঁর জন্য যেন নতুন জামাকাপড় কিনে আনে। তার আগে মালাইকা তাঁর ছেলেকে মেসেজে লিখেছিলেন মাদার্স ডে উপলক্ষ্যে কী উপহার সে দেবে। আরহান পাল্টা মেসেজে লেখে উপহার! উল্টে সে তাঁর জামা কাপড় বিক্রি করে দিচ্ছে।

Malaika Arora

মালাইকা অরোরাকে পাল্টা জবাবে তাঁর ছেলে লিখেছেন গ্রেট মাইন্ড একরকমই ভাবে। আরবাজ এবং মালাইকার সন্তান আরহান। ২০১৭ সালে আরবাজের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। দ্বিতীয়বার বিবাহ করেছেন আরবাজ খান। মালাইকা আবার অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Lok Sabha Election 2024:পাঠানকে দেখে সেলফির হিড়িক, আল্লু অর্জুন থেকে চিরঞ্জিবি, তারকা সমাবেশ চতুর্থ দফায়Lok Sabha Election 2024:পাঠানকে দেখে সেলফির হিড়িক, আল্লু অর্জুন থেকে চিরঞ্জিবি, তারকা সমাবেশ চতুর্থ দফায়

কয়েকদিন আগে আরহানের টক শোতে এসেছিলেন মালাইকা। সেখানে মালাইকা জানিয়েছিলেন আরহানের ম্যানারিজম একেবারেই আরবাজের মতো। সেই টক শোতে মালাইকাকে তাঁর বিয়ে নিয়েও প্রশ্ন করেন। আরবাজের সঙ্গে বিচ্ছেদ হলেও মালাইকা কিন্তু সন্তনকে নিয়ে খুবই সচেতন ছিলেন। তিনি তাঁদের অসুবিধা কখনও হতে দেননি। মাদার্স ডেতে আরহানের শৈশবের একটি ছবি শেয়ার করেন মালাইকা।

English summary
Malaika Arora Son Arhaan Khan sold her cloth what actress said on Mothers Day
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X