পশ্চিমবঙ্গে লোকসভার সাত আসনে ভোট শুরু | প্রথম আলো

পশ্চিমবঙ্গে লোকসভার সাত আসনে ভোট শুরু

হাওড়ার শিবপুর কেন্দ্রে সকালে ভোটারদের সারি। ২০ মেছবি: ভাস্কর মুখার্জি

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের সাত আসনে আজ সোমবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কয়েকটি কেন্দ্রে ইতিমধ্যেই গোলযোগ শুরু হয়েছে।

আজ যেসব আসনে ভোট গ্রহণ হবে, সেগুলো হলো বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। এসব আসনের ১৩ হাজার ৪৮১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে স্পর্শকাতর ভোটকেন্দ্রের সংখ্যা ৭ হাজার ৭১১টি। মোট প্রার্থী ৮৮ জন।  

নির্বাচন নির্বিঘ্ন করতে নিয়োগ করা হয়েছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। রাখা হয়েছে ৫৬৭টি কুইক রেসপন্স টিম। আর পুলিশ নিয়োগ হয়েছে ২৫ হাজার ৫৯০ জন। সবচেয়ে বেশি—১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বনগাঁ আসনে। মোট ভোটার ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩৪৮ জন।

ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টায়। তবে ভোটের শুরুতেই দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আরামবাগের খানাকুলে এক বিজেপি নেতার মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের সমর্থকেরা। আহত হয়েছেন তৃণমূলের এক কর্মীও। আমডাঙ্গায় বিভিন্ন ভোটকেন্দ্রে বিজেপির এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেননি তৃণমূলের সমর্থকেরা। হাওড়ার সালকিয়ায় সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুর করেছেন তৃণমূলের সমর্থকেরা।

এ ছাড়া বিভিন্ন এলাকায় ‘তৃণমূলের মাস্তান বাহিনী’ ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে ভোটারদের—এ অভিযোগ বিজেপির।

এই সাত আসনে এবার লড়াই হচ্ছে তারকা প্রার্থীদের মধ্যে। রয়েছেন অভিনেতা রচনা ব্যানার্জি, লকেট চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, দুই মন্ত্রী শান্তনু ঠাকুর ও পার্থ ঘোষ, দুই শ্বশুর-জামাই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জামাই আইনজীবী কবীর শঙ্কর বসু, এক ক্রীড়াবিদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দাপুটে নেতা অর্জুন সিং।