Mithun chakraborty will act in Ratul mukherjee's new movie
Advertisement
Advertisement
Mithun chakraborty

ভোটের বাজারে চমক দিলেন মিঠুন! ‘মহাগুরু’ এবার আইনজীবী?

এই ছবিতে চমক রয়েছে আরও।

Mithun chakraborty will act in Ratul mukherjee's new movie
Published by: Akash Misra
  • Posted:May 16, 2024 4:10 pm
  • Updated:May 16, 2024 6:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে চমকে উঠেছেন! ভাবছেন, এ আবার কেমন কাণ্ড! আসলে ব্যাপারটা একেবারেই ফিল্মি। টলিপাড়ার সূত্রের খবর, পরিচালক রাতুল মুখোপাধ্য়ায়ের নতুন ছবি সওয়াল-এ নাকি আইনজীবীর চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তবে এই নিয়ে মহাগুরু সংবাদমাধ্যমে কিছু জানাতে না চাইলেও,টলিউড গুঞ্জনে কিন্তু এ খবর উড়ছে।

তবে চমক রয়েছে আরও। এই ছবির প্রযোজক সম্ভবত জিৎ ফিল্মস ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট। মিঠুনের সঙ্গে এখনও ফাইনাল কথা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ডানকুনিতে বামেদের ভোটপ্রচারে শ্রীলেখা, দীর্ঘ অপেক্ষার পর রাতে মিলল দীপ্সিতার দেখা]

অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবিতে  অভিনয় করছেন ‘মহাগুরু’। তবে শুধু মহাগুরুই নয়, এই ছবিতে মিঠুনের সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তীও। অর্থাৎ এক ছবিতে চক্রবর্তী ম্যাজিক। তবে আপাতত, বাংলার নানা জায়গায় বিজেপির হয়ে প্রচারেই ব্যস্ত রয়েছেন মিঠুন। ভোট মিটলেই হয়তো নতুন ছবিতে হাত দেবেন বাংলার ‘মহাগুরু’।

Advertisement

[আরও পড়ুন: ‘দাবাড়ু’ এবার নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সফরে, আপ্লুত শিবপ্রসাদ, গ্র্যান্ডমাস্টার সূর্যশেখররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ